Logo
×

Follow Us

বাংলাদেশ

বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, দুই সংস্থায় নতুন ডিজি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ২৩:৪০

বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, দুই সংস্থায় নতুন ডিজি

জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এ চেয়ারম্যান, শ্রম অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এরমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. মতিউর রহমান।

অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের ডিজি এবং শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের ডিজি করা হয়েছে। 

আজ সোমবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫