Logo
×

Follow Us

বাংলাদেশ

আজ রায় বাতিল চেয়ে আপিল করবেন ড. ইউনূস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫

আজ রায় বাতিল চেয়ে আপিল করবেন ড. ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার বিরুদ্ধে আজ আপিল আবেদন করবেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার (২৮ জানুয়ারি) সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে ড. ইউনূসসহ সাজাপ্রাপ্ত চারজন আপিল করবেন।

বিষয়টি নিশ্চিত করে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, আপিলে ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মো. শাহজাহান আদালতে উপস্থিত থাকবেন। একই সঙ্গে মামলায় জামিনও চাইবেন তারা।

এর আগে, গত ১ জানুয়ারি আসামিদের ৬ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা। রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়।

রায় ঘোষণার কিছুক্ষণ পর উচ্চ আদালতে আপিল করার শর্তে আসামিদের এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন একই আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। এরপর গত বছর ৬ জুন মামলার অভিযোগ গঠিত হয়। ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় ৯ নভেম্বর। গত ২৪ ডিসেম্বর যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ আনা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫