Logo
×

Follow Us

বাংলাদেশ

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩০

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

ইজতেমা ময়দানে মুসল্লিরা। ফাইল ছবি

টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আব্দুস সাত্তার (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্ব ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হলো।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তার নেত্রকোণার কুনিয়া কুমরি বাজার এলাকার আবুল হোসেনের ছেলে।

এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানে মো. জামানের (৪০) মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চৌহরদিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এছাড়া একই দিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে ইজতেমায় আসার পথে ইউনুস মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা যান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫