টাঙ্গাইলে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৮:২৯

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জ্বর, গলাব্যথা নিয়ে ও বমি করে এক গৃহবধূর (২১) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচালা উত্তরপাড়ায় তিনি মারা যান।
করোনাভাইরাস সন্দেহে রাত ১০টার দিকে ওই নারীর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করার কথা রয়েছে।
এদিকে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম জানান, ওই নারীর ঘাটাইল উপজেলায় বিয়ে হয়েছে। দুপুরে জ্বর, গলাব্যথা নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। বিকেলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাকে চিকিৎসা দেন। রাত ৮টার দিকে তিনি মারা যান।
এক উপজেলা থেকে আরেক উপজেলায় এসে মারা যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করে হাসপাতালের ফ্রিজে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
সখীপুরে এ পর্যন্ত করোনা সন্দেহে ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত ২৯ জনের ফলাফল এসেছে। তাদের কেউ করোনায় আক্রান্ত হননি।