Logo
×

Follow Us

বাংলাদেশ

মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১৭:৪৩

মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ২ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করছে গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে শহরের মালসাপাড়া চাঁদ আলী মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে কিছু পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

এ সময় গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি লিমিটেডের পরিচালক আব্দুস সালাম মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন দুরন্ত টিমের আহবায়ক ডা. কেএইচ মুরাদ, সদস্য সচিব সাংবাদিক মাসুদ পারভেজ, সদস্য সাংবাদিক ইসরাইল হোসেন বাবু, সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল ও মিম এবং গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি লিমিটেডের চিকিৎসক ডা. দীপক সাহা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গ্রামীণ ফ্রেন্ডস কোম্পানি লিমিটেডের পরিচালক আব্দুস সালাম মামুন বলেন, দীর্ঘদিন লক ডাউনের ফলে দুর্ভোগের শিকার সুবিধা বঞ্চিত মানুষের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদরে ৫ শত পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে।

এছাড়াও ঢাকা ও সাভারে আরো দেড় হাজার মানুষকে মানবিক সহায়তা প্রদান করছে গ্রামীণ ফ্রেন্ডস। মানবিক সহায়তা পণ্যের মধ্যে রয়েছে চাল, ডাল ও তেল।

পরিচালক মামুন আরো বলেন, ঘরে ঘরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও স্বনির্ভর বাংলাদেশ নির্মাণে রুরাল ই-কমার্সের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরী এই দুই লক্ষ্যে দুটি প্রকল্প ( গ্রামীণ ফ্রেন্ডস প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও গ্রামীণ ফ্রেন্ডস ডটকম) পরিচালনার উদ্দেশ্যে কাজ শুরু করেছে।

কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য' এ কথাটি মাথায় রেখে গ্রামীণ ফ্রেন্ডস অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীসহ সবার জন্য অনলাইনে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে সেবা দেয়া হচ্ছে। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ঘরে থাকুন, নিরাপদ থাকুন এই শ্লোগানে গ্রামীণ ফ্রেন্ডস অনলাইনে কেনাবেচা শুরু করেছে এবং অর্ডার পেলে তা ফ্রি ডেলিভারি দেয়া হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫