Logo
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে টিসিবির তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১৭:৫৩

বাগেরহাটে টিসিবির তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের চিতলমারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)-র ৯২ লিটার তেল জব্দ করা হয়েছে। এই তেল সংরক্ষণে রাখার অপরাধে আবির স্টোরের মালিক কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে চিতলমারী উপজেলা সদরের আবির স্টোরে অভিযান চালিয়ে এই তেল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম বলেন, টিসিবির পণ্য সংরক্ষণে রাখার অপরাধে কাজী এসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই তেল কিভাবে বাইরের দোকানদারের কাছে গেলো সে জন্য ডিলার জাহাঙ্গীরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। যদি তিনি সন্তোষ জনক ব্যাখ্যা দিতে না পারে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ১০ টি মামলা এবং ৬১ হাজার ৫‘শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে সামাজিক দূরত্ব না মানায় গেল ২৪ ঘণ্টায় জেলায় ৪৭ জনকে ৩৪ হাজার ৯‘শ টাকা জরিমানা করা হয়েছে। এর আগে গেল ৫ দিনে বাগেরহাটে ৩৬৩ জনকে ২ লক্ষ ৪৬ হাজার ২‘শ ৯০ টাকা জরিমানা করা হয়। এই নেয় জেলায় ৪১০ জনকে ২ লক্ষ ৮১ হাজার ১‘শ ৯০ টাকা জরিমানা করা হল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫