Logo
×

Follow Us

বাংলাদেশ

সিগন্যাল সিস্টেমে ত্রুটি, মেট্রোরেল চলাচলে ধীরগতি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩

সিগন্যাল সিস্টেমে ত্রুটি, মেট্রোরেল চলাচলে ধীরগতি

মেট্রোরেল।

রাজধানীর মেট্রোরেলের সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ধীরগতিতে চলছে।

ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘আজ সকালে ট্রেন চলাচল শুরু পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়।’

তিনি বলেন, ‘সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। বরং ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।’ এই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি।

এদিকে, শিডিউল মতো মেট্রোরেল চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এসএসসি পরীক্ষার্থীদেরও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হয়েছিল।

এর আগে, গতকাল মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫