Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর মহাপরিচালকের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউএইচওর মহাপরিচালকের বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানমের বৈঠক। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে হোটেল বেয়েরিশার হফ-এর সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।

এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে আজ সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫