Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্যাংকক থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১৯:৩৭

ব্যাংকক থেকে ফিরলেন ৪৮ বাংলাদেশি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিতে এবং পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়া ৪৮ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ যাত্রী ও এক বাংলাদেশির লাশ নিয়ে ফ্লাইটটি শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল ৪টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা করোনাভাইরাসের দুর্যোগের সময়ে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে এ প্রথম কোনো বিশেষ ফ্লাইট পরিচালনা করলো বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এছাড়া, প্রতিষ্ঠানটি আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ঢাকায় মোট ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি ফ্লাইট পরিচালনা করবে।

দুটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ইউএস-বাংলা। চেন্নাই থেকে দুপুর সোয়া ১২টায় এবং কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ইউএস-বাংলাই একমাত্র বাংলাদেশি এয়ারলাইন্স যা সপ্তাহে প্রতি শনিবার একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এছাড়া দুর্যোগের সময়ে ইউএস-বাংলাকে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিশেষ ফ্লাইটগুলোতে শুধুমাত্র বাংলাদেশিরাই ভ্রমণ করতে পারবে।-ইউএনবি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫