Logo
×

Follow Us

বাংলাদেশ

আরও ৩৭ জনের করোনা শনাক্ত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৫

আরও ৩৭ জনের করোনা শনাক্ত

করোনা পরীক্ষা। ছবি: সংগৃহীত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ভাইরাসটিতে ৩৭ জন আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৮ হাজার ১৮৬ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৫৯ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫