
ফরিদপুরে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন চারজন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান।
আক্রান্তরা হলেন- নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউপির ডাঙ্গি গ্রামের একজন এবং বোয়ালমারীর গুনবহা ইউপির চন্দনি গ্রামের একজন।
সিভিল সার্জন জানান, জেলা থেকে এ পর্যন্ত ১২৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। যার মধ্যে ৮৩ জনের ফলাফল এসেছে। এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।