Logo
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে আরো দুই করোনা রোগী শনাক্ত

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ০৮:৩২

ফরিদপুরে আরো দুই করোনা রোগী শনাক্ত

ফরিদপুরে আরো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন চারজন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান।

আক্রান্তরা হলেন- নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউপির ডাঙ্গি গ্রামের একজন এবং বোয়ালমারীর গুনবহা ইউপির চন্দনি গ্রামের একজন।

সিভিল সার্জন জানান, জেলা থেকে এ পর্যন্ত ১২৪ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। যার মধ্যে ৮৩ জনের ফলাফল এসেছে। এর মধ্যে চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫