Logo
×

Follow Us

বাংলাদেশ

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১৩:৪৮

এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় খুব অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শফিক। জানান, আজ শনিবার (৯ মার্চ) বেলা ১১টা ২৬ মিনিটের দিকে ১০ তলা আবাসিক ভবনের ৭ তলায় আগুন লাগে। এরপরই স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টার করেন। পরে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভানোর কাজ করলে আগুন নিয়ন্ত্রণে।

তিনি জানান, সম্ভবত ওয়েল্ডিং করার সময় আগুন লাগতে পারে। ভয়াবহতা কম ছিলো। দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫