
নাটোরে করোনার কারণে কর্মহীন দরিদ্র ১০০ জন নারী-পুরুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের এমপি রত্না আহমেদ।
রবিবার (১৯ এপ্রিল) সকালে নলডাঙ্গা উপজেলার আবদান, চেওখালী, পীরগাছা, বাডিয়াহাটি, জগদীশপুরসহ কয়েকটি গ্রামের সেচ্ছাসেবী সংগঠন ফুড ব্যাংক থেকে খাদ্যসামগ্রী বিতরণ আয়োজন করা হয়।
এতে কর্মহীনদের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও ২৫০ গ্রাম পেঁয়াজ ও একটি করে সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক শফিকুল ইসলাম, এমপির এপিএস খন্দকার আরাফ মাহতাব প্লাবন প্রমুখ।