Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ২২:৩২

প্রধানমন্ত্রীকে বই উপহার দিলেন কবি নির্মলেন্দু গুণ

কবি নির্মলেন্দু গুণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বই উপহার দিয়েছেন বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। আজ বুধবার (২০ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি তার সাম্প্রতিক লেখা কিছু বই প্রধানমন্ত্রীকে উপহার দেন।  

এ বিষয়ে কবি নির্মলেন্দু গুণ বলেন, দীর্ঘ পাঁচ-ছয় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে। এসময় তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়-জীবনের কিছু অম্ল, কিছু মধুর ঘটনার স্মৃতিচারণ করেছেন। পরে তার লেখা সাম্প্রতিক কিছু বই প্রধানমন্ত্রীকে উপহার দিয়েছেন। 

কবি নির্মলেন্দু গুণ আরও জানান, বইগুলো পেয়ে প্রধানমন্ত্রী খুশি হয়েছেন। একইসঙ্গে তার কিছু লেখা পড়বেন বলেও প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। 

সাক্ষাৎকালে নির্মলেন্দু গুণের সঙ্গে আরও উপস্থিত ছিলেন নাট্যজন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু ও ভাগ্নে মুহম্মদ শান্ত ইমন।  

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫