Logo
×

Follow Us

বাংলাদেশ

কিশোরগঞ্জে আরো ৬৭ জন করোনায় আক্রান্ত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১৮:৪৮

কিশোরগঞ্জে আরো ৬৭ জন করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ জেলাকে ইতিমধ্যে করোনা বিস্তারের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। নতুন করে আরো ৬৭ জন যোগ হয়ে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৪১ জন। মাত্র ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।

জেলার নতুন করে আরো ৬৭ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে রয়েছে জেলার ভৈরবে ২০ জন, মিঠামইনে ১৬ জন, তাড়াইলে ১০ জন, কটিয়াদীতে নয়জন, ইটনায় ছয়জন, কিশোরগঞ্জ সদরে তিনজন, অট্রগ্ৰামে দুইজন ও হোসেন পুরে একজন।

নতুন ৬৭ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছে বলে জানা গেছে। এই নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট আক্রান্ত বেড়ে ১৪১ জন।

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, জেলা থেকে ১২৫ জনের নমুনা সংগ্রহ করে মহাখালী ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ (আইপিএইচ) পাঠানো হয়েছিল। এরমধ্যে ১২২ জনের রিপোর্ট এসেছে। তিনজনের রিপোর্ট পেন্টিং আছে। প্রাপ্ত ১২২ জনের মধ্যে ৬৭ জনের রিপোর্ট এসেছে পজিটিভ। বাকি ৫৫ জনের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫