Logo
×

Follow Us

বাংলাদেশ

৫০ লাখ দুস্থের তালিকা করছে সরকার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ২১:৫৪

৫০ লাখ দুস্থের তালিকা করছে সরকার

দেশে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে ত্রাণ সহায়তা বাড়াতে সাম্প্রতি ৫০ লাখ দুস্থের তালিকা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ার পরপরই এরই মধ্যে জেলা প্রশাসকেরা তালিকা তৈরির কাজ শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। 

অতিদ্রুত তাদের রেশন কার্ড দেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেছেন, রেশন কার্ড তৈরিতে কোনো গাফিলতি যেনো না হয়, তা কঠোরভাবে তদারকি করা হবে। কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

তিনি জানান, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সাথে সমন্বয় করে তাদের এ তালিকা করতে বলা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচিকে এগিয়ে নিতে এ তালিকা করা হচ্ছে। এখানে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এই তালিকায় কেউ বাদ পড়লে তা যাচাই-বাছাই করার সুযোগ থাকবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী।

এদিকে, কর্মহীন ও দুস্থ মানুষকে দেয়া ত্রাণ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠায় জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ে ৬৪ সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৬৪ জেলার জন্য সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে সমন্বয় করে একটি করে জেলার দায়িত্ব দিয়ে আদেশ জারি করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫