শবেকদর উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১৩:৩৯
হিলি বন্দর। ফাইল ছবি
পবিত্র শবেকদর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
আজ রবিবার (৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন।
হারুন-উর রশিদ হারুন বলেন, গতকাল শনিবার (৬ এপ্রিল) রাতে পবিত্র শবেকদর পালিত হয়েছে। আজ সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ রয়েছে। এর ফলে রোববার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে আগামীকাল সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানিসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, শবে কদর উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারছেন।
