
মঙ্গল শোভাযাত্রা। ফাইল ছবি
এবারের পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার পরিধি বাড়ছে। যা চারুকলা থেকে বের হয়ে শিশু পার্ক ঘুরে ফের টিএসসিতে এসে শেষ হবে।
আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে চারুকলায় পহেলা বৈশাখ নিয়ে এক সংবাদ সম্মেলনে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ এ তথ্য জানিয়েছেন।
ঢাবির এই উপ-উপাচার্য বলেন, এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য হলো ‘আমরা তো তিমিরবিনাশী’। প্রতিপাদ্যটি নেয়া হয়েছে কবি জীবনানন্দ দাশের কবিতা থেকে। এছাড়া এবারও মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী, তবে দূর থেকে।
এদিকে, এবার চারুকলারও ৭৫ বছর পূর্ণ হবে, যা মঙ্গল শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করবে বলে জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন নিসারুল হোসেন। অন্যদিকে, মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা রক্ষার নামে সময়সীমা বেঁধে দেয়ায় প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত সাংস্কৃতিক কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।