Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢাকার রাস্তা ফাঁকা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১৪:৩৪

ঢাকার রাস্তা ফাঁকা

রাজধানীর রাস্তায় নেই সে চিরচেনা যানজট। ছবি: সংগৃহীত

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ইতোমধ্যে নাড়ির টানে রাজধানী ছেড়েছেন অনেকে। আজও অনেকে ঢাকা ছাড়ছেন। তবে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ব্যস্ততম নগরীর রাস্তা অনেকটা ফাঁকা হয়ে গেছে।

আজ বুধবার (১০ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি, কারওয়ান বাজার, মিরপুর, বাংলামোটর, পান্থপথ, শাহবাগ, মিরপুরসহ বিভিন্ন জায়গায় রাস্তায় হাতেগোনা কিছু যানবাহন দেখা গেছে। তবে গুলিস্তান থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কিছুটা জট লক্ষ করা গেছে এবং মানিকনগর এলাকায় তীব্র জট দেখা গেছে।

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) অফিস শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছেড়ে নিজ গ্রামে বা জেলা শহরে চলে গেছেন অনেকেই। তবে পোশাক কারখানায় গতকাল রাতে ছুটি হওয়ায় অনেকে আজ ঢাকা ছেড়ে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, আজকের মধ্যে ঢাকা ছাড়বেন বিপুল মানুষ, আরও ফাঁকা হয়ে যাবে ঢাকার সড়ক। এতে ঢাকায় যারা ঈদ করবেন, তারা পাচ্ছেন বাড়তি আনন্দ। 

এদিকে আজ রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, সায়দাবাদ ও কমলাপুর বাসস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫