Logo
×

Follow Us

বাংলাদেশ

করোনার হটস্পট কিশোরগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১৩:১১

করোনার হটস্পট কিশোরগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত

করোনার হটস্পট ঘোষণা হওয়ায় আক্রান্তদের দ্রুত শনাক্তের জন্য কিশোরগঞ্জে পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে এ তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার মুর্শেদ চৌধুরী।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পিসিআর ল্যাব স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাই কিশোরগঞ্জে একটি পিসিআর ল্যাব হবে।

এদিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, ঢাকার ল্যাবরেটরি হতে অনিবার্য কারণে মঙ্গলবার নমুনার প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় করোনা সংক্রান্ত আপডেট দেয়া সম্ভব হচ্ছে না। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে বুধবার (২২ এপ্রিল) থেকে ল্যাব স্থাপনের আগ পর্যন্ত আমাদের স্যাম্পল জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ( আইপিএইচ) পাঠানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫