মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্ত গিয়াস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪

ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার ও বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মামুনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
এর আগের দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, মামুনকে প্যারোলে মুক্তি দেওয়ার কাগজপত্র তাদের হাতে এসে পৌঁছেছে। তাকে আট ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।
প্যারোলের শর্ত হিসেবে তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না, সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকবেন এবং সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কারাগারে এসে পৌঁছাবেন।
মামুন সকালে কারাগার থেকে সোবহানবাগের বাসায় যান এবং জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের দাফনে থাকবেন।
বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুন জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে এক মামলায় আদালতের রায়ে সাত বছর কারাদণ্ড হয়েছে মামুনের। ওই মামলায় তারেক রহমানকে জজ আদালত খালাস দিলেও আপিলের রায়ে হাইকোর্ট সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দেয়।
মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি, অর্থপাচার, কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।