Logo
×

Follow Us

বাংলাদেশ

দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন রাজধানীর একাংশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:১৭

দুপুর ১২টা থেকে বিদ্যুৎবিহীন রাজধানীর একাংশ

ফাইল ছবি

রাজধানীর বাংলামোটর, কাওরানবাজার, মগবাজার, হাতিরপুল, কাঁঠালবাগানসহ আশেপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে এফডিসির সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের সময় ভূগর্ভস্থ কেবল কাটা পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 

ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালাচ্ছে।

বাংলামোটর এলাকার বাসিন্দা ফয়সাল বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে বাসায় থাকা যাচ্ছে না।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫