
প্রতীকী ছবি।
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের বয়স আনুমানিক ১৬ বছর।
আজ শনিবার (৪ মে) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লেকে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ মরদেহ দুইটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া দুইজনের নাম জানা যায়নি। তবে তারা নবম শ্রেণির শিক্ষার্থী।