Logo
×

Follow Us

বাংলাদেশ

ঝড়ে রাজধানীতে নারীর মৃত্যু, আহত ৭

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৮:৫৮

ঝড়ে রাজধানীতে নারীর মৃত্যু, আহত ৭

প্রতীকী ছবি।

রাজধানীতে ঝড়ে নির্মাণাধীন বহুতল ভবনের ওয়াল ভেঙে পড়ে রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।

গতকাল রবিবার (৫ মে) রাত সাড়ে ১০টার পর রাজধানীতে ঝড় শুরু হয়। ঝড়ের সময় রাজধানীর মোহাম্মদপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রুহান (৪), রাহাত (৭), রাফি (৯), রুমা (৩০), লুৎফা (৩৫), ফারুক (৪৫), লিমা (৩০)।

জানা গেছে, রবিবার রাত সাড়ে ১০টার পর ঝড়-বৃষ্টি শুরু হলে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সি ব্লকে ১৫ তলা ভবনের ১১ তলার নির্মাণাধীন ওয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় রেশমা নামে (৪০) এক নারীর মৃত্যু হয়। আর ওই পরিবারের ৭ জন আহত হন।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান বলেন, নিহত রেশমার মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫