Logo
×

Follow Us

বাংলাদেশ

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১৪:০২

আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

য়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৪১। ছবি: সংগৃহীত

আজ বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। তবে দূষণ মাত্রার দিক থেকে রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। ঢাকার বায়ুর মানে ফের অবনতি হয়েছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ঢাকার বাতাসের স্কোর আজ ১৪১।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউআই) সূচক থেকে এ তথ্য পাওয়া গেছে।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর হচ্ছে ৩৪৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির স্কোর হচ্ছে ১৭৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জার্কাতা এবং শহরটির স্কোর হচ্ছে ১৬৫। চতুর্থ অবস্থানে রয়েছে মুম্বাই যার স্কোর হচ্ছে ১৬৩।

দূষণের তালিকায় পঞ্চম স্থানে থাকা ঢাকার দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৪১ অর্থাৎ এখানকার বায়ু আজ ‘অস্বাস্থ্যকর’।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে থাকে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫