Logo
×

Follow Us

বাংলাদেশ

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী আনিসুল হক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ২২:৪৯

হাসপাতালে ভর্তি আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২২ মে) শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। আজ শুক্রবারও (২৫ মে) তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন। সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫