
সাঈদ মাহবুব খান। ছবি: সংগৃহীত
সচিব পদে পদোন্নতি পেয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর হলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তাকে সচিব পদে পদোন্নতির পর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) হিসেবে নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তার এ পদোন্নতি ও পদায়নের আদেশ আগামী ৩০ মে থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বিপিএটিসির বর্তমান রেক্টর মো. আশরাফ উদ্দিন ৩০ মে অবসরে যাচ্ছেন।