Logo
×

Follow Us

বাংলাদেশ

উপজেলা নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১৩:২১

উপজেলা নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ২৭ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, আগামীকাল বুধবার (২৯ মে) দেশের ৯০ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। যদিও দ্বিতীয় ধাপে ১১২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিলো। এর মধ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সব পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। দুইটি উপজেলায় ভোট আগে স্থগিত করা হয়। আর ঘূর্ণিঝড় রেমালের কারণে ১৯টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫