-665730da7c887.jpg)
সিসমোগ্রাফ। প্রতীকী ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় এই ভূমিকম্প অনুভূত হয়।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। আর এর উৎপত্তিস্থল মিয়ানমারের মাউলিক থেকে ২৮ কিলোমিটার দক্ষিণ–পূর্বে।
কিছুক্ষণ পরে ইউরোপীয়ান মেডিটারেনিয়ন সিসমোলজিক্যাল সেন্টারও (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে ভূমিকম্পের মাত্রা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতে আরও কিছু সময় লাগবে বলে দুটি গবেষণা প্রতিষ্ঠানই জানিয়েছে।
তাৎক্ষনিকভাবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।