Logo
×

Follow Us

বাংলাদেশ

ঈদের ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ডভ্যান-লরি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ২২:৪৩

ঈদের ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-কাভার্ডভ্যান-লরি

মালবাহী ট্রাক। ফাইল ছবি

ঈদে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান, লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঈদের দিন এবং আগে-পরে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন চলবে। ফিলিং স্টেশনগুলো ঈদের দিন এবং আগের সাত দিন ও পরের পাঁচ দিন সব সময় খোলা থাকবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা মানতে হবে।

এসময় ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫