Logo
×

Follow Us

বাংলাদেশ

পুরানা পল্টনে গুলিতে আহত বন্দুকের দোকানের কর্মচারী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪, ২১:৫৯

পুরানা পল্টনে গুলিতে আহত বন্দুকের দোকানের কর্মচারী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরানা পল্টনে বন্দুকের দোকানের এক কর্মচারী গুলিতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আজ সোমবার (৩ জুন) বিকেলে পুরানা পল্টনের তোপখানা রোডে একটি বন্দুকের দোকানে এই ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ মো. শাহীনকে (৩৮) হাসপাতালে নিয়ে আসেন মুজাহিদ বাশার নামের একজন। তিনি জানান, এফ আহমেদ বন্দুকের দোকানের কর্মচারী শাহীন। তার দাবি, বিকেলে একটি পিস্তল পরিষ্কার করার সময় অসাবধানতাবসত একটি গুলি বের হয়ে মেঝেতে আঘাত করে। ছিটকে এসে গুলিটি শাহীনের পিঠে লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় যুবকটিকে তার পরিচিত লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, গুলিবিদ্ধ শাহীন পুরানা পল্টন এলাকায় একটি বন্দুকের দোকানের কর্মচারী। বিস্তারিত জানার জন্য হাসপাতালে পল্টন থানা পুলিশ ও শাহবাগ থানা পুলিশ কাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫