Logo
×

Follow Us

বাংলাদেশ

জামালপুরে করোনা সচেতনতামূলক প্রচারণায় হামলা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ২০:৩৫

জামালপুরে করোনা সচেতনতামূলক প্রচারণায় হামলা

জামালপুরের ইসলামপুরে করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করতে গিয়ে মনিরুল ইসলাম কালা মানিক (৬৫) নামে কৃষকদল নেতা হামলার শিকার হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মনিরুল ইসলাম গাইবান্ধা ইউনিয়ন কৃষকদলের সভাপতি বলে জানা গেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্র জানায়, মনিরুল ইসলাম কালা মানিক তার কলেজ পড়ুয়া ছেলে আবুল কালাম আজাদকে নিয়ে করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত এলাকায় সচেতনতামূলক প্রচারণা করছেন।

শনিবার সকালে শিয়ালদহ নদীর পাড়ে এ সংক্রান্ত প্রচার করাকালীন স্থানীয় মৃত মক্কের আকন্দের ছেলে আব্দুল মজিদ করোনাভাইরাস কিছুই না, এটা তোমাদের সৃষ্টি- বলে মনিরুল ইসলামের উপর চড়াও হন।

এ নিয়ে উভয়পক্ষে তর্কবিতর্ক শুরু হলে আব্দুল মজিদ তার ছেলে ও আশেপাশের লোকজন জড়ো করে মনিরুল ইসলামের উপর হামলা চালিয়ে মারধর শুরু করেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মনিরুল ইসলাম জানান, হামলাকারিরা আগেও তাকে হুমকি দিয়েছিল। বর্তমানে তিনিসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে হামলার ঘটনায় মনিরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে আব্দুল মজিদসহ জড়িত চারজনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনা সম্পর্কে জানেন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫