Logo
×

Follow Us

বাংলাদেশ

মিরপুরে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে যুবক আটক

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৩:১১

মিরপুরে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে যুবক আটক

প্রতীকী ছবি।

রাজধানীর মিরপুর এলাকায় পলিথিনে মুড়ে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে রমজান নামের এক ব্যক্তি আটক হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) মিরপুর-১০ নম্বর থেকে তাকে আটক করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুল রহমান জানান,  জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে কেউ একজন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহসহ ওই যুবককে আটক করে।

আটক যুবকের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর-১০ নম্বরের বুশরা ক্লিনিকের একজন রমজানকে ডেকে নিয়ে ওই পলিথিনটি ফেলে দেয়ার জন্য দিয়েছেন। এর বিনিময়ে তাকে ৩০০ টাকা দেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ক্লিনিকে গর্ভপাতের পর অপরিণত শিশুটির মরদেহ ফেলে দিতে রমজানকে দায়িত্ব দেয়া হয়েছিলো।

আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫