Logo
×

Follow Us

বাংলাদেশ

মোদী ও হাসিনার ওয়ান-টু-ওয়ান বৈঠক সন্ধ্যায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১০:৫৪

মোদী ও হাসিনার ওয়ান-টু-ওয়ান বৈঠক সন্ধ্যায়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী শপথ নিবেন আজ রবিবার (০৯ জুন) সন্ধ্যায়। শপথগ্রহণ অনুষ্ঠানের পর  নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, আজ রবিবার (৯ জুন) সন্ধ্যায় ৭টা ২০ মিনিটে এই শপথ অনুষ্ঠানে  যোগ দেবেন শেখ হাসিনা। এছাড়া শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সেশেলসসের শীর্ষ নেতারাও যোগ দেবেন। 

ভারতের এনডিটিভি জানিয়েছে, অনুষ্ঠানে আট হাজারের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা যাবে। রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় যোগ দেবেন অতিথিরা।

এর আগে স্থানীয় সময় গতকাল শনিবার (৮ জুন) বেলা ১১টা ৫১ মিনিটে পালাম এয়ার ফোর্স স্টেশন, ভিভিআইপি বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এদিকে জানা গেছে, শপথ অনুষ্ঠানের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ান টু ওয়ান বৈঠক করবেন। বৈঠকে কি বিষয়ে আলোচনা হবে তা নিয়ে এখনও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানানো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, দুই দেশের পারস্পরিক সমঝোতার জায়গা থেকে তারা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। 

এছাড়া দেশটির গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ট্রেনের ট্রানজিট সুবিধার বিষয়ে আলোচনা হবে। 

উল্লেখ্য, আগামীকাল সোমবার (১০ জুন) বিকেল ৫টায় ঢাকার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নয়াদিল্লি ত্যাগ করবেন। 



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫