Logo
×

Follow Us

বাংলাদেশ

কথা কাটাকাটিতে প্রাণ হারান কনস্টেবল মনিরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১৪:৫০

কথা কাটাকাটিতে প্রাণ হারান কনস্টেবল মনিরুল

ঘটনাস্থল ঘিরে রেখেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারার কূটনীতিক এলাকায় দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাওসার আহমেদ। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। 

আজ রবিবার (৯ জুন) তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন।

গতকাল শনিবার (৮ জুন) রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তাকর্মীদের কক্ষে এই গুলির ঘটনা ঘটে। ঘটনায় পথচারী জাপান দূতাবাসের এক গাড়িচালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আজ গুলশান থানায় মামলা হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, মনিরুল ও কাওসারের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিলো। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করেন কাওসার। তবে কি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, এই ঘটনায় নিহত মনিরুলের বড় ভাই মাহাবুবুল হক বাদী হয়ে আজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামি কাওসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। কি নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।

মামলায় উল্লেখ করা হয়েছে, মনিরুলের সঙ্গে কাওসারের বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করেন কাওসার।

মামলার তথ্যসূত্রে জানা যায়, নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। আর আসামি কাওসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫