Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁয় গেলো ধানকাটার শ্রমিক

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১৬:৪১

চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁয় গেলো ধানকাটার শ্রমিক

চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে ধানকাটার শ্রমিকদের পাঠানো হলো নওগাঁয়।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চুনাখালি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ট্রাকে করে ২০০ শ্রমিককে পাঠানো হয় নওগাঁ জেলায়।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম রকিব উদ্দিন উপস্থিত শ্রমিকদের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেয়ার পর প্রত্যেকের হাতে সাবান, গামছা ও মার্ক্স উপহার হিসেবে তুলে দিয়ে ট্রাকে তুলে দেন।

এদিকে শ্রমিকরা এসব উপহার পাওয়ায় ও এ বছর ধান কাটতে যাবার বিশেষ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকে কর্মহীন হয়ে পড়ায় সরকারের এ পদক্ষেপে বেশ খুশি।

ঘোড়াপাখিয়া এলাকার কৃষক আল আমিন জানান, তিনি ৪ বছর আগে একবার ধান কাটতে গিয়েছিলেন। কিন্তু এ বছর তার হাতে কোন কাজ না থাকায় এবং সরকার বিশেষ উদ্যোগে স্বাস্থ্য সম্মতভাবে শ্রমিক পাঠানোর উদ্যোগ নেয়ায় তিনি এবার ধান কাটতে যাচ্ছেন।

অপর কৃষক শামিম জানান, তিনি প্রতিবছরই ধান কাটতে যান, কিন্তু এ বছর ভিন্ন পরিবেশে তিনি ধান কাটতে যেতে পেরে আনন্দিত।

দেশের বর্তমান করোনা ভাইরাস বিষয়ক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কৃষি ও ধান কাটা মৌসুমের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রথম দফায় ২শ জন ধানকাটা শ্রমিক পাঠালো জেলা পুলিশ। তবে খুব দ্রুত জেলার ৫ উপজেলা থেকে প্রায় ৫ হাজার শ্রমিক ধান কাটতে পাঠানো হবে দেশের বিভিন্ন জেলায়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, দেশে দুর্যোগ মুহূর্ত চলছে। অনেকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে। আবার একই কারণে ধান উৎপাদিত এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। দেশ বাঁচাতে ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ধান কাটার জন্য শ্রমিক যোগান দেয়ার নির্দেশনা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে তালিকা তৈরী করে দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিক পাঠানোর উদ্যোগ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫