
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ফাইল ছবি
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ২টার দিকে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট শেওরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঢাকাগামী একটি লোকাল ট্রেন কমলাপুর রেল স্টেশনের দিকে যাওয়ার সময় ওই যুবক এতে কাটা পড়ে বলে জানান স্থানীয়রা।
তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। নিহত ওই যুবককে দেখে অনেক ভবঘুরে স্বভাবের মনে হয়েছে।