ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গাড়ি চলছে ধীর গতিতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:২৪

যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: সংগৃহীত
যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও ধীরগতিতে চলাচল করছে যানবাহন।
আজ শনিবার (১৫ জুন) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার (১৪ জুন) দিবাগত রাত ১২টার পর থেকে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে পরিবহনের চাপের কারণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়কের যানজট বেড়ে যায়। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রী ও চালকদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোররাত থেকে এখন পর্যন্ত মহাসড়কে পরিবহনের ধীরগতি রয়েছে। চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। বেলা বাড়ার সাথে সাথে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। তবে মহাসড়ক অনেকটা ফাঁকা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা কেন্দ্রিক যানবাহনের কিছুটা জটলা রয়েছে। সকাল থেকেই বিভিন্ন শিল্পকারখানা ছুটি শুরু হয়েছে।
বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, পিকআপসহ যে যেভাবে পারছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন। আর মানুষের এই ঈদযাত্রায় মহাসড়কে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।