Logo
×

Follow Us

বাংলাদেশ

নড়াইলে আরো ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:৪৩

নড়াইলে আরো ৩ চিকিৎসক করোনায় আক্রান্ত

নড়াইলে নতুন করে আরো তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন।

এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে সৈয়দ সুজন (২৫) নামে এক যুবক সুস্থ হয়েছেন। এছাড়া অন্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সোমবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক রয়েছেন। 

এদিকে রবিবার (২৬ এপ্রিল) নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় তিনজন করোনা আক্রান্ত হন। জেলার কালিয়া উপজেলা এখনো করোনা মুক্ত আছে।

জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হয় লোহাগড়া উপজেলায়। তবে প্রথম আক্রান্ত করোনা রোগী সৈয়দ সুজন বাড়িতে থেকেই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেন।
 
জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতার সঙ্গে মোকাবেলা করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫