Logo
×

Follow Us

বাংলাদেশ

বুড়িমারীতে ৬ দিনেও শুরু হয়নি আমদানি রপ্তানি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১৯:০৮

বুড়িমারীতে ৬ দিনেও শুরু হয়নি আমদানি রপ্তানি

করোনাভাইরাস সংক্রমণ রোধে বন্ধ থাকা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর খুলে দেয়া হয়েছে। তবে স্থলবন্দর খোলার ৬ দিন পেরিয়ে গেলেও কোন পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম শুরু হয়নি।

এতে প্রতিদিন প্রায় ২৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। কাস্টমস হাউস ও বুড়িমারী বন্দর কর্তৃপক্ষ অফিস খুলে অলস সময় কাটাচ্ছেন।

জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ২২ এপ্রিল হতে বুড়িমারী স্থলবন্দর খোলা রাখার নির্দেশ দেয়। সেই সাথে পণ্য আমদানি ও রফতানি করার অনুমতি দেয়।

সরকারের এই নির্দেশনা মেনে গত ৬ দিন থেকে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ইমেগ্রেশন পুলিশ বুড়িমারীতে অফিস করছে। কিন্তু ভারতে করোনা সংক্রামণ রোধে লকডাউন থাকায় ভারতের চ্যাংরাবান্ধা বন্দর কর্তৃপক্ষ পণ্য আমদানি ও রফতানি আগামী ৩মে পর্যন্ত স্থগিত করে রেখেছে। ফলে দুই দেশের কোন বন্দরে পণ্য আমদানি ও রফতানি হয়নি।

এছাড়া ভারতীয় চ্যাংরাবান্ধা বন্দর থেকে বুড়িমারী স্থলবন্দরে পাটবীজ নিয়ে আসা ৬১টি ভারতীয় ট্রাক ও ট্রাক চালককে ফেরত নেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।


বুড়িমারী কাস্টমসের সহকারি কমিশনার সোমেন চাকমা জানান, সরকারের দিক নির্দেশনা পেয়ে বন্দরের কার্যক্রম চালু করতে অফিস খোলা রেখেছি। কিন্তু ভারতে লকডাউন থাকায় এই বন্দর দিয়ে কোন পণ্য এখনো পর্যন্ত আমদানি রফতানি শুরু হয়নি। এমন কী নেপাল ও ভুটান থেকেও কোন পণ্য আসেনি ও যায়নি।

তিনি বলেন, নেপাল ও ভুটান ভারতের সড়ক ব্যবহার করে। ভারত সরকার লকডাউনের মধ্যে নেপাল ও ভুটান সরকারকেও সড়কপথ ব্যবহারের অনুমতি দেয়নি। তাই বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সরকার প্রায় ২৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ৩ মে পর্যন্ত ভারত সরকার করোনা সংক্রামণ রোধে লকডাউন ঘোষণা দিয়েছে। এই ঘোষণা যদি কোন কারণে বৃদ্ধি না করে তাহলে আগামী ৩ মে হতে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পণ্য আমদনি রফতানি শুরু হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫