Logo
×

Follow Us

বাংলাদেশ

চাঁপাইনবাবগেঞ্জ কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ২১:৩৩

চাঁপাইনবাবগেঞ্জ কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বামীর উপর অভিমান করে কীটনাশক পানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধু রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার মঈনুদ্দিনের স্ত্রী চম্পা (১৮)।

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধু।

এর আগে রবিবার রাত ১১টার দিকে তার স্বামীর বাড়িতে কীটনাশক পান করেন তিনি। মূমূর্ষ অবস্থায় রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, সোমবার বেলা ১১টার দিকে পুলিশ হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫