Logo
×

Follow Us

বাংলাদেশ

হানিফ ফ্লাইওভারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পথচারী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৯:১১

হানিফ ফ্লাইওভারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পথচারী নিহত

শনির আখড়ায় হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের চলমান সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছে। 

গতকাল বুধবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসে স্বজনরা। 

সিয়ামের খালাতো ভাই রাসেল জানান, সিয়াম গুলিস্তানের একটি ব্যাটারির দোকানের কর্মচারি ছিল। রাতে বাসায় ফেরার পথে হানিফ ফ্লাওয়ারে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলেও আর ভেতরে ঢুকানো হয় নি। মরদেহ নিয়ে অটোরিকশায় করে বাসায় চলে যাচ্ছি।

তিনি জানান, সিয়ামের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে। সে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার এলাকার সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন স্বজনরা। পরে তারা বুঝতে পারেন সে মারা গেছে। এ জন্য তারা আর হাসপাতালের ভেতরে না ঢুকে মরদেহ নিয়ে চলে যান।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনির আখড়া পর্যন্ত এলাকা। এ সময় যাত্রাবাড়ী টোল প্লাজায়ও আগুনের ঘটনা ঘটেছে।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

উপস্থিত থাকা একজন আন্দোলনকারী বলেন, পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস মারে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫