Logo
×

Follow Us

বাংলাদেশ

ইন্টারনেটের গতি বাড়াতে উদ্যোগ নিয়েছে বিটিআরসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১৭:১৪

ইন্টারনেটের গতি বাড়াতে উদ্যোগ নিয়েছে বিটিআরসি

প্রতীকী ছবি।

ইন্টারনেটের গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য এরইমধ্যে আইআইজি অপারেটরদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

সম্প্রতি বিটিআরসি থেকে এ তথ্য জানা যায়।

এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে ইউটিউব ব্যবহার করা যাবে। ক্যাশ সার্ভার থেকে লোকাল ব্যান্ডউইথের যোগান বাড়ানো হয়। তবে বন্ধ আছে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার।

আভাস মিলেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে, দুই-একদিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনায় যুক্ত প্রতিষ্ঠানগুলো। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সাথে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে।

এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রবি-সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫