Logo
×

Follow Us

বাংলাদেশ

ঢামেকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১৫:১৫

ঢামেকের সামনে অভিভাবকদের মৌন অবস্থানে বাধা

মৌন অবস্থানেরত অভিভাবক। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের সামনে মৌন অবস্থানের চেষ্টা করেছেন কিছু অভিভাবক। অনুমতি না থাকায় এসময় পুলিশ তাদের সড়কে অবস্থান করতে দেয়নি।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে মেডিকেল কলেজের সামনের সড়কে জড়ো হবার চেষ্টা করেন অভিভাবকরা। অভিযোগ করেন, পুলিশ তাদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না।

এ সময় তারা বলেন, বাংলাদেশের মানুশকে খুন করে হলেও সরকারকে রাষ্ট্র চালাতে হবে। সাম্প্রতিক কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত-আহতের ঘটনায় এ অবস্থান পালন করতে চান বলে জানান তারা। এ সময় সন্তান হত্যার বিচার চান তারা।

তবে কর্তৃপক্ষ থেকে এমন কোনো কর্মসূচির অনুমতি নেয়া হয়নি বলেই তাদের বাধা দেয়া হয়েছে বলে দাবি করছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫