Logo
×

Follow Us

বাংলাদেশ

শুক্রবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ১২:৪৭

শুক্রবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

প্রতীকী ছবি।

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল শুক্রবার (২ আগস্ট) রাজধানীর দ‌ক্ষিণ সি‌টি কর্পোরেশনের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ডি‌স্ট্রি‌বিউশন কোম্পা‌নি।

বার্তায় বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধ মন্দির, সবুজবাগ সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ ক‌রে‌ছে‌ তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫