
ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ফাইল ছবি
দুই দিন স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের পর আজ রবিবার (৪ আগস্ট) আবার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শনিবার (৩ আগস্ট) কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার (৩ আগস্ট) রাতে রেলওয়ের মহাপরিচালকের স্বাক্ষরিত একটি নোটিশে এটা জানানো হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় আনোয়ার হোসেন জানিয়েছিলেন, শিডিউল অনুযায়ী শনিবার ট্রেন চলাচল করেছে। বন্ধের কোনো ঘোষণা আসেনি।
এদিকে রেলওয়ের আগের এক চিঠিতে বলা হয়, অনিবার্য কারণবশত রোববার সব ট্রেন বন্ধ ঘোষণা করা হল। রেলওয়ে ঢাকা অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের কারণে টানা ১৪ দিন বন্ধ থাকে ট্রেন, মাঝে একদিন চালু হওয়ার কথা থাকলেও হয়নি। বৃহস্পতিবার ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ কয়েকটি শহর থেকে আশপাশের গন্তব্যে মেইল, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল করে।