
আজ সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার ঢাকা অভিমুখে যাত্রার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত
আজ সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার ঢাকা অভিমুখে যাত্রার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে আন্দোলনে উদ্ভুত পরিস্থিতির কারণে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে আজ সোমবার (৫ আগস্ট) এগিয়ে আনা হয়েছে।
গতকাল রবিবার (৪ আগস্ট) বিকেল ৫টার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাংবাদিকদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপে এ ঘোষণা দেন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
ঘোষণায় আসিফ মাহমুদ বলেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের “মার্চ টু ঢাকা”—কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই ( আজ সোমবার) সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ‘চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে।’
এদিকে ‘মার্চ টু ঢাকা’-কে কেন্দ্র করে রাজধানী ও তার আশেপাশে ব্যাপক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। যেকোনো ধরণের নাশকতা ও সহিংসতা ঠেকাতে তারা কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। এছাড়া কারফিউ চলাকালীন সবাইকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।