জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৮:৪১

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ফাইল ছবি
কারফিউ চলাকালে রাজধানীতে ‘বিশেষ ও জরুরি প্রয়োজন’ ছাড়া কেউ বাইরে বের হলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
গতকাল রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি, জামায়াত ও জঙ্গিগোষ্ঠী সহিংসতা চালাচ্ছে। এই সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটনের সাড়ে ৩০০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনজন পুলিশ সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। সহিংসতাকারীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।
পুলিশের অবস্থান কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে নয় দাবি করে তিনি বলেন, আমাদের ব্যবস্থা গ্রহণ সন্ত্রাসীদের বিরুদ্ধে, নাশকতাকারীদের বিরুদ্ধে, অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।
কারফিউয়ের নিয়মকানুন মেনে চলতে নগরবাসীর উদ্দেশ্যে আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা জানেন সারা বাংলাদেশে কারফিউ চলছে। রাজধানীবাসীকে সবিনয়ে অনুরোধ জানাতে চাই, তারা যেন কারফিয়ের নিয়মকানুন মেনে চলে। কোনো অবস্থাতেই আপনারা যেন ঘর থেকে বের না হন। আইনের প্রতি শ্রদ্ধাশীল ও পুলিশকে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি বিনিত অনুরোধ জানাচ্ছি।
এর আগে দেশে চলমান আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচির কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন জারি করা হলো।