Logo
×

Follow Us

বাংলাদেশ

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১৯:৪৯

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

সজীব ওয়াজেদ জয়। ফাইল ছবি

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার (৫ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জয় বলেন, এত কঠোর পরিশ্রমের পরও তার (শেখ হাসিনা) বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত।

তিনি আরও বলেন, তার মা গতকাল (রবিবার) থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন। পরিবারের চাপে নিজের নিরাপত্তার কথা ভেবে দেশ ছেড়েছেন তিনি। উনি (শেখ হাসিনা) বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন করুণ অবস্থা ছিল দেশের। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি। উনি খুবই হতাশ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫