Logo
×

Follow Us

বাংলাদেশ

সচিবালয় ছাড়ছেন আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১৩:২৭

সচিবালয় ছাড়ছেন আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা

কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে গেলেও তারা বের হয়ে যাচ্ছেন।

ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে সোমবার প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর সার্বিক পরিস্থিতি নিয়ে টেলিভিশনে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।

এরপর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।

এদিকে দেশের এই বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার অফিস-আদালত খুললেও আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে গিয়ে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে গেলেও তারা বের হয়ে যাচ্ছেন। দুপুর ১২টার দিকে এমন চিত্র দেখা গেছে। সবাই এক সঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে জটের সৃষ্টি হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫